বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
Advertisement
বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বৌদ্ধ পূর্ণিমা রোববার (১১ মে) উদযাপন করা হবে। দিবসটির প্রাক্কালে শনিবার (১০ মে) এক বিবৃতিতে বাংলাদেশ ও বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি শুভেচ্ছা জানিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও দীর্ঘজীবন কামনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, এ বছরের বুদ্ধপূর্ণিমার উদযাপন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে। যখন শান্তি, সম্প্রীতি ও ঐক্যের জন্য গৌতম বুদ্ধের শিক্ষাগুলো আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। এ পবিত্র দিনে মানবজাতির সামনের পথ হোক বোঝাপড়া, সহানুভূতি ও আনন্দে আলোকিত- এ কামনা করেন প্রধান উপদেষ্টা।
এমইউ/এমএএইচ/জেআইএম
Advertisement