দেশজুড়ে

জমির মাটি সরাতেই একের পর এক ককটেল বিস্ফোরণ, আহত কৃষক

জমির মাটি সরাতেই একের পর এক ককটেল বিস্ফোরণ, আহত কৃষক

মাদারীপুরে জমিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মোশারফ হোসেন কাজী (৬৫) নামে এক কৃষক।

Advertisement

বুধবার (১৬ এপ্রিল) সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর গ্রামে এ ঘটনা ঘটে। জমিতে কোদাল দিয়ে মাটি সরাতে গেলে একের পর এক ককটেল বিস্ফোরণ হয়।

আহত মোশারফ হোসেন কাজী একই গ্রামের কাশেম কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নিজের জমিতে কাজ করতে যান মোশারফ হোসেন। তিনি কোদাল দিয়ে মাটি সরাতে গেলে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ সাব্বির হোসেন বলেন, জমিতে কাজ করতে গেলে ককটেল বিস্ফোরণে এক কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। কে বা কারা জমিতে ককটেল রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জিকেএস