জাতীয়

ধানমন্ডিতে চার মাস ধরে জোর করে চাঁদা আদায় করছিলেন সেই যুবক

ধানমন্ডিতে চার মাস ধরে জোর করে চাঁদা আদায় করছিলেন সেই যুবক

রাজধানীর ধানমন্ডিতে সড়কে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেফতার আশরাফুল আলম পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনিসহ আরও কয়েকজন সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেল থেকে তিন-চার মাস ধরে চাঁদা আদায় করছিলেন।

Advertisement

বুধবার (১৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। গত ১৩ এপ্রিল সন্ধ্যায় প্রাইভেটকার থেকে আশরাফুলের চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ

জানা গেছে, গ্রেফতার আশরাফুলসহ অজ্ঞাত পরিচয়ের ৩-৪ জন ধানমন্ডির ২/এ রোডের ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেটকার ও মোটরসাইকেল থেকে অনেকদিন ধরে জোরপূর্বক চাঁদা গ্রহণ করে আসছেন। চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

Advertisement

পরে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে পুলিশের সহায়তায় চাঁদা আদায় করা সেই আশরাফুলকে গ্রেফতার করা হয়। আশরাফুলসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আশরাফুল চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। আশরাফুলসহ আরও ৩-৪ জন গত চার মাস ধরে ঘটনাস্থল ও এর আশপাশে প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিলেন।

টিটি/এমআইএইচএস/জিকেএস

Advertisement