দেশজুড়ে

কেন্দ্রের দেওয়াল টপকে নকল সরবরাহের অভিযোগ

কেন্দ্রের দেওয়াল টপকে নকল সরবরাহের অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দেওয়াল টপকে নকল সরবরাহের অভিযোগ উঠেছে।

Advertisement

মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শুরুর পর থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নকল সরবরাহের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

কেন্দ্র এলাকার বাসিন্দারা জানান, এসএসসি পরীক্ষা শুরুর দিন থেকে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহের চিত্র দেখা যায়। বিভিন্ন বয়সী কিশোররা দেওয়াল টপকিয়ে নকল সরবরাহ করছে।

Advertisement

এ বিষয়ে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রেজাউল হক বলেন, আমার কেন্দ্রের ভেতরে নকল সরবরাহের কোনো সুযোগ নেই। কেন্দ্রের বাইরে থেকে কেউ সরবরাহ করেছে কি না আমার জানা নেই। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, কেন্দ্রটি রাস্তার পাশে হওয়ায় বহিরাগতরা নকল সরবরাহের চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। ওই স্থানে অতিরিক্ত পুলিশ নিযুক্ত করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, চিলমারীতে তিনটি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা হচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চিলমারীর থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষা হচ্ছে।

রোকনুজ্জামান মানু/জেডএইচ/এমএস

Advertisement