আগামী ১৯ এপ্রিল থেকে দেশের বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য প্রচার করেছেন অনেকেই। তবে এই তথ্য সঠিক নয় বলে জানিয়েছে নভোএয়ার।
Advertisement
মঙ্গলবার (১৫ এপ্রিল) নভোএয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে বলা হয়, ১৯ এপ্রিলের পর থেকে নভোএয়ার ফ্লাইট বন্ধ থাকার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি বিরাজ করছে। অনুগ্রহ করে জানানো যাচ্ছে যে, নভোএয়ারের সব ফ্লাইট স্বাভাবিকভাবেই, রুটিন অনুযায়ী, কোনো বাধা ছাড়াই পরিচালিত হবে।
সময়সূচি নভোএয়ারের ওয়েবসাইট ও অ্যাপসহ আমাদের সব বিক্রয় চ্যানেলে পাওয়া যাবে।
Advertisement
এমএমএ/এমআইএইচএস