পুরুষ ক্যাটাগরিতে আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও রচিন রাবিন্দ্রাকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করেন ডানহাতি ব্যাটার। মাসের সর্বোচ্চ রানসংগ্রাহক (২৪৩ রান) এবং ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।
Advertisement
এ নিয়ে টানা দুইবার ব্যক্তিগত পুরস্কারটি গেল ভারতে। গত ফেব্রুয়ারিতে মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন শুবমান গিল।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এ টুর্নামেন্টে অপরাজিত ছিল রোহিত শর্মারা। এ যাত্রায় মিডল-অর্ডারে ব্যাট করে দলের ইনিংস গঠনে অসামান্য অবদান রাখেন আইয়ার।
মাঝের ওভারে দলকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইয়ারের চমৎকার স্ট্রোক-প্লে, ইনিংস গড়ে তোলার ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ জুটি গঠনের দক্ষতা ভারতের ট্রফি জেতায় বড় অবদান রাখে।
Advertisement
Shreyas Iyer helped India recover with a fighting knock#NZvIND #ChampionsTrophy Catch this live now on @StarSportsIndiaHere's how to watch in your territoryhttps://t.co/S0poKnxpTX pic.twitter.com/iYGtPne0Tc
— ICC (@ICC) March 2, 2025পুরস্কার জয়ের পর আইয়ার বলেন, ‘মার্চ মাসের জন্য আইসিসি পুরুষদের মাসসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি আমার কাছে খুবই বিশেষ কিছু। এমন একটি মাসে জিতেছি যখন আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। মুহূর্তটি আমি আজীবন মনে রাখবো।’
‘ভারতের সফলতায় বড় মঞ্চে অবদান রাখতে পারা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। আমার সতীর্থ, কোচ এবং সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞ, যাদের নিরন্তর সমর্থন ও বিশ্বাস আমাকে এগিয়ে নিয়ে গেছে। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই ভক্তদের। আপনাদের উদ্দীপনা ও উত্সাহ আমাদের প্রতিটি ধাপে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’
৩০ বছর বয়সী আইয়ার মার্চ মাসে তিন ম্যাচে ৫৭.৩৩ গড়ে মোট ১৭২ রান করেন।
Advertisement
নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৯৮ বলে ৭৯ রান করেন আইয়ার। যা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কঠিন পিচে ভারতের ২৫০ রানের লড়াকু ইনিংস গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ভারতের রান তাড়ায় ৬২ বলে ৪৫ রান করেন আইয়ার এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬২ বলে ৪৮ রানের ইনিংস খেলে টুর্নামেন্ট শেষ করেন। দলের শিরোপা নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এমএইচ/জেআইএম