আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯

ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯

ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে (২৪ এপ্রিল) কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে নয়জন নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। গত তিন বছর ধরে চলা সংঘাতের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এএফপির সংবাদকর্মীরা জানিয়েছেন, তারা রাজধানী কিয়েভ থেকে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতা জারি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা মৃতের সংখ্যা আপডেট করে জানিয়েছে, রাশিয়া কিয়েভে বিশাল আকারের হামলা শুরু করেছে।

প্রাথমিক তথ্য অনুসারে, রাশিয়ার হামলায় নয়জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছে। এতে বলা হয়েছে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ৪২ জনের মধ্যে ছয়জনই শিশু।

Advertisement

আরও পড়ুন: কাশ্মীরে নিহত দুজনের কফিনবন্দি মরদেহ এলো পশ্চিমবঙ্গে কাশ্মীরে হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

রাজধানী কিয়েভের পাঁচটি জেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বেশ কিছু গ্যারেজ এবং প্রশাসনিক ভবনে লাগা আগুন নেভানো সম্ভব হয়েছে। জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজনকে উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান চলছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতেই ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে।

টিটিএন