ছোট পর্দার জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। অনন্য এক রেকর্ড করে ফেলেছেন তিনি। ইউটিউব ও টেলিভিশনের দর্শকপ্রিয় এই অভিনেত্রীর অভিনীত ১০৯টি নাটক এক কোটি ভিউ অতিক্রম করেছে! আর কোনো অভিনেত্রীরই কোটি ভিউ পার হওয়া এত নাটক নেই।
Advertisement
একদিকে ভিউয়ের হিসেবে কোটি ছাড়ানো নাটকের সেঞ্চুরীর মাইলফলক ছুঁয়েছেন তিনি, অন্যদিকে এই মাইলফলক এককভাবে তারই দখলে।
২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এর চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই হিমির নাট্যজগাত্রে পথচলা শুরু হয় হিমির। এরপর আর পেছনে তাকাতে হয়নি। নিজের সহজাত অভিনয়শৈলী ও দর্শকবান্ধব উপস্থিতির মাধ্যমে অল্প সময়েই ছোট পর্দার অন্যতম প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হিমি। সম্প্রতি সহ-অভিনেতা নিলয় আলমগীর এক ফেসবুক পোস্টে অভিনন্দন জানিয়েছেন হিমিকে। সেখানে একটি ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে হিমির ১০৯টি নাটকই এক কোটি ভিউস ছাড়িয়েছে।’
Advertisement
দর্শকদের ভালোবাসা আর কঠোর পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন হিমি। তাই তিনি এই সাফল্য ও আনন্দ দর্শককেই উৎসর্গ করেছেন।
এলআইএ/জিকেএস