‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।
Advertisement
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়।
ঢাক, ঢোল আর বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে এগিয়ে চলছে শোভাযাত্রা। অন্যবারের তুলনায় এবারের আয়োজনে ভিন্নতা দেখা গেছে। শোভাযাত্রায় স্থান পেয়েছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’।
এর আগে শোভাযাত্রার জন্য বানানো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুড়ে যাওয়ার পর এটি আবার নতুন করে বানিয়েছে চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। নতুন সেই মুখাকৃতি স্থান পেয়েছে আনন্দ শোভাযাত্রায়৷
Advertisement
এনএস/জেএইচ/জেআইএম