শিক্ষা

এমপিও শিক্ষকদের বোনাস বাড়লো, পাবেন ঈদুল আজহা থেকে

এমপিও শিক্ষকদের বোনাস বাড়লো, পাবেন ঈদুল আজহা থেকে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ঈদুল আজহা থেকে বাড়তি এ বোনাস পাবেন তারা।

Advertisement

বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দেয়।

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ৫০ নাকি ৭৫ শতাংশ বাড়ছে?

মন্ত্রণালয়ের সূত্রমতে, এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করা হয়েেছে। নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের বাড়তি খরচ হবে ২২৯ কোটি টাকা।

Advertisement

বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদ বোনাস (উৎসব ভাতা) পান। শিক্ষকদের জন্য ২৫ শতাংশ বোনাস বাড়ানো হচ্ছে। তবে কর্মচারীদের বোনাস বাড়ছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্যানুযায়ী, বর্তমানে সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা তিন লাখ ৯৮ হাজার ৬৮ জন। 

এএএইচ/বিএ/ইএ

Advertisement