বিভিন্ন সূত্র থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জেনেছিল, কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের আগ্রহ আছে দেশের জার্সিতে খেলার। তারপর বাফুফে যোগাযোগ করে সামিতের সঙ্গে। জানতে চায়, তিনি লাল-সবুজ জার্সিতে খেলতে চান কিনা।
Advertisement
চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সপ্তাহ দুয়েক সময় নিয়েছিলেন কানাডা যুব ও জাতীয় দলে খেলা এই ফুটবলার। শুক্রবার সামিত বাফুফেকে জানায়েছেন, তিনি খেলতে চান।
সামিত রাজি হওয়ায় বাফুফে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। রোববার থেকে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করবে বাফুফে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘সামিত আমাদের জানিয়েছে, সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়ায় এগোতে হবে, কতদিন লাগবে এসব জানতে চেয়েছে সে।’
এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন। সেই ম্যাচের আগেই সামিতের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে।
Advertisement
২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভুত সামিতের জন্ম কানাডায়। মা-বাবা দুজনই বাংলাদেশি। ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না, মনে করছে বাফুফে। তবে সামিত কানাডার জাতীয় দলের হয়ে খেলায় ফিফার অনুমতির ব্যাপারও আছে। দেখা যাক, শেষ পর্যন্ত জটিলতা ছাড়াই সব ঠিকঠাক হয় কিনা।
যদি হয়, তবে হামজা চৌধুরীর সঙ্গে মাঠ মাতাতে দেখা যাবে আরেক প্রবাসী ফুটবলারকে। জামাল ভূঁইয়া, তারিক কাজীরা আগেই এসেছেন। এবার হামজার পর সামিত, বাংলাদেশের ফুটবলে যা বসন্তের সুবাতাস বইয়ে আনবে বলেই আশা সমর্থকদের।
আরআই/এমএমআর/এমএস
Advertisement