দেশজুড়ে

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলো উপজেলার বরল্লা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদী (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আবদুল ও মহাদী দুজন বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। দীর্ঘসময় দুজনকে না দেখে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তারা পানিতে ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এমএন/এমএস