খেলাধুলা

তিন ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করলো পাকিস্তান

তিন ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করলো পাকিস্তান

দেশের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২ টুর্নামেন্ট, আঞ্চলিক আন্ত:জেলা চ্যালেঞ্জ কাপ ও আন্ত:জেলা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের সঙ্গে উত্তেজনার জেরে পিএসএল স্থগিতের একদিন পর এই ঘোষণা এসেছে।

Advertisement

গতকাল শনিবার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, এই টুর্নামেন্টগুলো পরবর্তীতে একই পর্যায় থেকে আবার শুরু হবে এবং নতুন সময়সূচি জানানো হবে।

গেল শুক্রবার ৮ ম্যাচ বাকি থাকা পিএসএল আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে পিসিবি। ভারত সীমান্তে পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শে এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

এর একদিন আগেই পিসিবি ঘোষণা করেছিল, পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যায় এবং দলগুলো ভেঙে যেতে শুরু করে। বিদেশি খেলোয়াড়রা নিজ নিজ দেশে ফিরে যেতে থাকেন। ফলে সিদ্ধান্ত বদলাতে হয় পিসিবিকে। একই কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

তবে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর (কার্যকর হয় শনিবার ভারতীয় সময় বিকাল ৫টা আর পাকিস্তান সময় ৪টা ৩০ মিনিট) সন্ধ্যা থেকেই আইপিএল পুনরায় শুরুর পরিকল্পনা শুরু হয়। সম্ভাব্য তারিখ দেওয়া হয় ১৫ মে। তবে পিএসএল পুনরায় শুরুর বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি পিসিবি।

এমন অবস্থায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরও অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পিসিবির সঙ্গে এই বিষয়ে আলোচনা চলমান রয়েছে। সেই আলোচনা কতটুকু ফলপ্রসু হয়, সেটিই দেখার।

পূর্বনির্ধারিত সূচি অনুসারে, আগামী ২১ মে পাকিস্তান পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ফয়সালাবাদে আর শেষ তিন ম্যাচ লাহোরে হওয়ার কথা।

Advertisement

এদিকে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২ টুর্নামেন্ট শুরু হয়েছিল এপ্রিলের মাঝামাঝিতে। এটি চলার কথা ছিল মে মাসের চতুর্থ সপ্তাহ পর্যন্ত। যার ফাইনাল শুরু হওয়ার কথা ২২ মে। অন্য দুটি টুর্নামেন্টও মে মাসজুড়ে চলার কথা ছিল। এমএইচ/জিকেএস