জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে লাখ টাকা খোয়ালেন ফ্লেক্সিলোড কর্মচারী

অজ্ঞান পার্টির খপ্পরে লাখ টাকা খোয়ালেন ফ্লেক্সিলোড কর্মচারী

রাজধানীর রমনা থানাধীন শিল্পকলা একাডেমীর সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হোসাইন ইসলাম লিমন (২৩) নামে এক ফ্লেক্সিলোড কর্মচারী। এসময় তার কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্রটি।

Advertisement

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাত সোয়া ১টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি দেন চিকিৎসক।

লিমনকে হাসপাতালে নিয়ে যাওয়া সৈকত জানান, লিমন ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশের একটি ফ্লেক্সিলোডের দোকানের কর্মচারী। রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে শিল্পকলা একাডেমীর সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তারা দুজনই সেগুনবাগিচার একটি বাসায় রুমমেট হিসেবে থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিল্পকলা একাডেমী এলাকা থেকে অসুস্থ অবস্থায় একজনকে জরুরি বিভাগে নিয়ে এলে পাকস্থলি ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তির কাছে এক লাখ ২০ হাজার টাকা ছিল বলে জানা গেছে। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Advertisement

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস