ফেনীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের ফেনীর দাগনভূঞা উপজেলার শরীফপুরে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহত অটোরিকশাচালক উপজেলার দক্ষিণ চাঁনপুর গ্রামের সেলিমের ছেলে নজরুল ইসলাম (৩০) ও অপরজন দুধমুখা এলাকার সফিকের ছেলে রাজিব (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আহত দুজনকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেডিকেল অফিসার ডা. আছির ইনতেসার জারিন দুজনকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।
Advertisement
আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জিকেএস