ভ্রমণ

বাংলা নববর্ষে ঢাকার কোথায় কী দেখবেন?

বাংলা নববর্ষে ঢাকার কোথায় কী দেখবেন?

৩০ চৈত্র ও ১ বৈশাখ বাঙালির প্রিয় উৎসবের দিন। খ্রিষ্টাব্দে যা ১৩ ও ১৪ এপ্রিল। ১ বৈশাখ বাংলা সনের নববর্ষ উৎসব পালিত হয়। দিনটিকে ঘিরে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারিভাবে ঘোষণা করা হয় ছুটি। এই ছুটির দিনে শহরবাসী ঘুরতে পারেন রাজধানীর বুকেই। ঢাকায় যেসব স্থানে অনুষ্ঠান হতে যাচ্ছে; সেসব স্থানে ঘুরে আসতে পারেন এই দিনে।

Advertisement

বাংলাদেশ শিল্পকলা একাডেমি

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এখানে ১৩-১৪ এপ্রিল নবপ্রাণ আন্দোলনের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঘুরতে ঘুরতে এখানে এসে অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। এ ছাড়া দিনব্যাপী সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক, প্রদর্শনী ও বাউল গানের আয়োজন করা হয়ে থাকে।

সোহরাওয়ার্দী উদ্যান

১৩ এপ্রিল বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে ব্যান্ডশোর আয়োজন করা হয়েছে। এতে পারফর্ম করবেন এফ মাইনর (গারো ব্যান্ড), ইনভোকেশন (চাকমা ব্যান্ড), ইমাং (ত্রিপুরা ব্যান্ড), চিম্বুক (মারমা ব্যান্ড), ইউনিটি (খাসিয়া ব্যান্ড), ওয়ারফেজ, দলছুট, এভোয়েড রাফা, লালন, ভাইকিংস, স্টন ফ্রিসহ অনেকে। ঘুরতে এসে ব্যান্ডের সঙ্গে মেতে উঠুন আপনিও।

রমনা বটমূল

১৪ এপ্রিল সকাল ৬টা ১৫ মিনিটে ছায়ানটের আয়োজনে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে দিনব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আশপাশের কোনো দোকানে বসে খেতে পারেন পান্তা-ইলিশ।

Advertisement

রবীন্দ্র সরোবর

১৪ এপ্রিল সকাল ৬টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মুক্তমঞ্চে দেখতে পাবেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আশপাশে পাবেন বাহারি বাঙালি খাবার।

আরও পড়ুন রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে যা যা দেখলাম  ঘুরে আসুন বিমান বাহিনী জাদুঘর  ঢাকা বিশ্ববিদ্যালয়

১৪ এপ্রিল সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাঙালিসহ পাহাড় ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতেও ঘুরতে যেতে পারেন। যে কোনো জাতীয় উৎসবে স্থানটি গুরুত্বপূর্ণ। এখানে পেয়ে যাবেন গ্রামীণ মেলার পরিবেশ। এ ছাড়া অংশ নিতে পারেন ঢাবির চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রায়।

জাতীয় সংসদ ভবন

১৪ এপ্রিল সন্ধ্যায় চীনা কারিগরি দলের পরিবেশনায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ড্রোন শো ও বিকেলে বৈশাখী ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সংসদ ভবনের আশেপাশে ভ্রাম্যমাণ অনেক খেলনা ও খাবারের দোকান পাওয়া যাবে।

শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক

রাজধানীর গুলশান-২ এর শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে ১৩, ১৪ ও ১৫ এপ্রিল তিন দিনব্যাপী বৈশাখী মেলা ও নগর উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানেও যে কোনো একদিন ঘুরতে যেতে পারেন পরিবারসহ।

Advertisement

অন্যান্য আয়োজন

এর বাইরেও রাজধানীর বিভিন্ন এলাকায় বৈশাখী মেলা ও উৎসবের আয়োজন করা হয়। তার মধ্যে উত্তরার দিয়াবাড়ি, সুত্রাপুরের ধূপখোলা মাঠ, ওয়ারীর টিপু সুলতান রোড এবং পূর্বাচলের তিনশ ফুট উল্লেখযোগ্য। এসব জায়গায় সারাবছরই কমবেশি ভিড় থাকে। উৎসবের দিনে হয়তো ভিড়টা একটু বেশিই হবে।

এসইউ/জিকেএস