ভ্রমণ

বৈশাখে ঢাকার কাছাকাছি কোথায় ঘুরবেন

বৈশাখে ঢাকার কাছাকাছি কোথায় ঘুরবেন

একদিনে রাজধানীর আশেপাশে কোথাও ঘুরতে যেতে পারেন। কেউ পরিবার নিয়ে আবার কেউ প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য কাছেই সুন্দর স্থানে যেতে চান। তাই চাইলেই একদিনে ঘুরে আসতে পারেন বেশ কয়েকটি স্থানে। পহেলা বৈশাখের ছুটিতেও ঘুরে আসতে পারেন কয়েকটি মনোরম স্থান।

Advertisement

সোনারগাঁওসোনারগাঁও বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক। ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলা অবস্থিত। এখানে আছে সোনারগাঁও জাদুঘর। এখানে প্রবেশ করলেই চোখে পড়বে প্রায় ১০০ বছরের প্রাচীন অট্টালিকা। ভবনটি পুরোনো বড় সর্দার বাড়ি নামে পরিচিত। জাদুঘরে আছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের তৈরি গরুর গাড়ির ভাস্কর্য ও শিল্পাচার্যের ভাস্কর্য। আছে অনেক প্রাচীন নিদর্শন।

পানাম নগরপানাম নগর ঢাকার খুব কাছেই ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত। এটি ঐতিহ্যবাহী প্রাচীন শহরের নাম। পানাম নগরী পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি। বর্তমানে পানাম নগরের দু’ধারে ঔপনিবেশিক আমলের মোট ৫২টি স্থাপনা রয়েছে। এর উত্তরদিকে ৩১টি ও দক্ষিণদিকে ২১টি স্থাপনা অবস্থিত। স্থাপনাগুলোয় ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মোঘল শিল্পরীতির মিশ্রণ দেখা যায়।

পুরান ঢাকাপুরান ঢাকার ঠাটারি বাজার, নাজিরা বাজার, চকবাজার, বঙ্গবাজারের দিকেও যেতে পারেন। এখানে যাবতীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিত হতে পারবেন। দেখতে পারবেন ঐতিহ্যবাহী হালখাতার বিভিন্ন আয়োজন।

Advertisement

লালবাগ কেল্লামোঘল আমলে নির্মিত একটি অনন্য ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত লালবাগ কেল্লা। প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে মুখর থাকে লাল ইটের দর্শনীয় কেল্লাটি। সেই সঙ্গে দেখে আসতে পারেন কেল্লার পাশেই অবস্থিত ঐতিহাসিক লালবাগ শাহী মসজিদও।

টিএসসিঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতেও ঘুরতে যেতে পারেন। যে কোনো জাতীয় উৎসবে স্থানটি গুরুত্বপূর্ণ। রমনা পার্ক থেকে খুব বেশি দূরে নয়। এখানে এলে পেয়ে যাবেন গ্রামীণ মেলার পরিবেশ। তবে পহেলা বৈশাখের দিন প্রচুর ভিড় থাকে এখানে।

চারুকলাঅংশ নিতে পারেন ঢাবির চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রায়। এতে সব শ্রেণির মানুষ অংগ্রহণ করে। ফলে সর্ববৃহৎ শোভাযাত্রায় অংশগ্রহণের সৌভাগ্য হবে আপনার।

আরও পড়ুন‘জিনের তৈরি’ মসজিদে একদিনধর্মতলায় দেখবেন টিপু সুলতান মসজিদ

জাতীয় জাদুঘররাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর। শিল্প বিভাগ, ইতিহাস ও ধ্রুপদী শিল্প বিভাগ, প্রাকৃতিক ইতিহাস বিভাগ এবং সমসাময়িক কিংবা বিশ্ব সভ্যতা বিভাগের মতো বিভিন্ন বিভাগে সাজানো বিশাল ভবনটির প্রতিটি কক্ষ। যা একদিনে দেখে চোখ জুড়াবে না। জাদুঘরে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ একটি পাঠাগার।

Advertisement

রমনা পার্কনববর্ষে ঘুরতে প্রথমেই বেছে নিতে পারেন নগরীর রমনা পার্ক। পার্কের বটমূলে বসে পহেলা বৈশাখের প্রধান উৎসব। এখানে দিনব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আশপাশের কোনো দোকানে বসে খেতে পারেন পান্তা-ইলিশ।

শিল্পকলা একাডেমিরাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক, প্রদর্শনী ও বাউল গানের আয়োজন করা হয়ে থাকে।

হাতিরঝিলযারা রাজধানীতে বাস করেন; তাদের জন্য খুব বেশি সুযোগ হয় না দূরে যাওয়ার। তাদের জন্য হাতিরঝিল হতে পারে উত্তম স্থান।

ধানমন্ডিপহেলা বৈশাখের বিকেলে যেতে পারেন ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে। মুক্তমঞ্চে দেখবেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবেন বাহারি খাবার।

সাভারসাভারে গেলেও মন্দ হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্মৃতিসৌধসহ বহু দর্শনীয় স্থান রয়েছে সাভারে। সেখানে প্রকৃতির কাছাকাছি থেকে নববর্ষকে বরণ করতে পারবেন।

এসইউ/জেআইএম