বিনোদন

নতুন সিনেমায় ববি

নতুন সিনেমায় ববি

একটি সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই সেই নির্মাতার আরেকটি ছবির কাজের প্রস্তাব পেয়েছেন ইয়ামিন হক ববি। তরুণ নির্মাতা এস কে নিলয়ের ‘বউ’ ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিটির গানে শুটিং আছে বাকি। এ নির্মাতার নতুন সিনেমাটির নাম ‘দিওয়ানা’।

Advertisement

ববির সঙ্গে এর মধ্যে প্রাথমিক আলাপ সেরেছেন নির্মাতা। এর কাহিনি লিখছেন দেলোয়ার হোসেন দিল। এটি শহুরে গল্প। এ কারণে রাজধানীতে হবে দৃশ্যধারণ। ববির বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

নিলয় বলেন, ‘ববিকে নিয়ে ‘বউ’ সিনেমার কাজ করছি। তার সঙ্গে আমার প্রথম কাজ ছিল এটি। সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। আমার পরবর্তী ‘দিওয়ানা’ সিনেমার জন্য তাকেই মানানসই মনে হয়েছে। এ কারণে তাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। এখন নায়ক ঠিক করেনি। তবে কাজটা নিয়ে কিছুদিন মধ্যে জানবো সবাইকে।

নতুন কাজ নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘দিওয়ানা’ সিনেমার বিষয়ে কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাজ করব। বেশ কিছুদিন আগেই ‘বেইমান’ সিনেমার শুটিং করেছি। ‘বউ’ সিনেমার শুটিংয়ে অংশ নেব। এরপর বদিউল আলম খোকনের পরিচালনায় ‘তছনছ’ সিনেমার শুটিং শুরু করব। দেশের বাইরে আরও একটি সিনেমার কথা হচ্ছে। বলা চলে কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই।

Advertisement

‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। সে হিসেবে শোবিজে তার পথচলা দেড় দশকের বেশি। এ পথচলা মোটেই সহজ ছিল না। নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। অভিনয় ক্যারিয়ারে ববি উপহার দিয়েছেন– ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’, ‘বেপরোয়া’, ‘নোলক’র মতো সিনেমা।

আরও পড়ুন: পরীমনির বিরুদ্ধে সে নোংরা ভাষায় কথা বলেছে: তসলিমা নাসরীন যাদের ‘নির্যাতিত মানুষের প্রতীক’ বললেন শাকিব খান

বর্তমানে ববির হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশ পরিচালিত রহস্যধর্মী এ সিনেমাটি গত বছর মুক্তি পেয়েছিল। এতে তার বিপরীতে দেখা গেছে সুদীপ বিশ্বাস দ্বীপকে। যদিও সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পায়নি।

এমআই/এমএমএফ/এএসএম

Advertisement