দেশজুড়ে

মার্কেটের ছাদে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, নিচে পড়ে নিহত কলেজছাত্র

মার্কেটের ছাদে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, নিচে পড়ে নিহত কলেজছাত্র

লক্ষ্মীপুরে বহুতল একটি মার্কেটের ছাদ থেকে পড়ে মো. সিরাজ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় নিউ মার্কেটে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত সিরাজ পৌর শহরের লিল্লাহ মসজিদ এলাকার ট্রাকচালক ফারুকের ছেলে। সে দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিউ মার্কেটের ছাদে তার তিন সহযোগী মোবারক, আল আমিন ও ফারুককে নিয়ে আড্ডা দিতে যায় সিরাজ। সেখানে তারা গাঁজা সেবন করে। একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় সিরাজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতিতে হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মারা যায় সে।

এদিকে ঘটনার পর তার বন্ধু এবং স্বজনরা মোবারক নামে এক যুবককে আটক করে মারধর করে নিউ মার্কেটে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের রিয়াজ হোসেনের ছেলে।

Advertisement

নিহত সিরাজের বাড়ির লোকজন জানায়, দুপুরে বাড়ি থেকে বের হয়ে মার্কেটের ছাদে যায় সিরাজ। সে প্রায় সেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতো। বিকেলের দিকে সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠান চিকিৎসক। পথিমধ্যে মারা যায় সে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, সিরাজসহ চারজন মার্কেটের ছাদে বসে আড্ডা এবং গাঁজা সেবন করে। ছাদ থেকে নিচে পড়ে মারা যায় সিরাজ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

কাজল কায়েস/জেডএইচ/এএসএম

Advertisement