বিনোদন

প্রেমিকা নাকি খুনি ‘তাসনিয়া ফারিণ’

প্রেমিকা নাকি খুনি ‘তাসনিয়া ফারিণ’

প্রথমে মোশাররফ করিম, এরপর শরিফুল রাজ। এ দুই অভিনেতার লুক প্রকাশ হওয়ার পর থেকেই আলোচনায় আসন্ন চলচ্চিত্র ‘ইনসাফ’। এবার ছবিটির প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক প্রকাশ হলো।

Advertisement

রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত লুক পোস্টারে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে উপস্থাপন করা হয়েছে। সেখানে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে রক্তমাখা কুড়াল। প্রেমিকা নাকি খুনি কিংবা দুটোই; এমন সাংঘর্ষিক চরিত্রে আগে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে।

ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।

গত ৪ মে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই অভিনেতা। তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে, অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’।

Advertisement

এই সিনেমা নিয়ে দীর্ঘ সময় পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র।

এমআই/এলআইএ/এএসএম