খেলাধুলা

‘চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই জাকার্তা যাবো’

‘চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই জাকার্তা যাবো’

জাতীয় হকি দলের শেষ সময়ের প্রস্তুতি চলছে মওলানা ভাসানী স্টেডিয়ামে। ১৪ এপ্রিল কোচ মামুন উর রশীদের নেতৃত্বে হকি দল ইন্দোনেশিয়ায় যাবে এএইচএফ কাপে অংশ নিতে। জাকার্তায় ১৭ থেকে ২৭ এপ্রিল হবে এ প্রতিযোগিতা। এরই মধ্যে ১৮ সদস্যের দল চূড়ান্ত হয়েছে। নতুন অধিনায়ক করা হয়েছে পুস্কার খীসা মিমোকে।

Advertisement

১৬ বছর আগে জাতীয় দলে অভিষেক হওয়া মিমো প্রথম পেলেন অধিনায়কের দায়িত্ব। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রথম অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর দল ও নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

জাগো নিউজ: জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। আপনাকে অভিনন্দন।

পুস্কার খীসা মিমো: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Advertisement

জাগো নিউজ: কেমন হলো এএইচএফ কাপের দল? পুস্কার খীসা মিমো: ভালো দল হয়েছে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলটি নিয়ে আমি আশাবাদী।

জাগো নিউজ: শেষ সময়ের অনুশীলন চলছে। কেমন প্রস্তুতি হলো?

পুস্কার খীসা মিমো: অনুশীলন ঠিকঠাক চলছে। প্রস্তুতিই ভালো হয়েছে। ১৪ এপ্রিল আমরা জাকার্তা যাবো। যাওয়ার আগে আরো কয়েকদিন অনুশীলন করবো দেশে।

জাগো নিউজ: আপনি কত সাল থেকে জাতীয় দলে খেলছেন?

Advertisement

পুস্কার খীসা মিমো: ২০০৯ সালে এশিয়ান কাপে আমার জাতীয় দলে অভিষেক হয়েছিল।

জাগো নিউজ: আগে কখনো অধিনায়ক ছিলেন না। কখনো কি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন?

পুস্কার খীসা মিমো: করেছি। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে জিমির (রাসেল মাহমুদ জিমি) সহকারী ছিলাম।

জাগো নিউজ: বাংলাদেশ তো টানা চারবারের চ্যাম্পিয়ন। এবার কেমন ফলাফল হবে বলে মনে করেন?

পুস্কার খীসা মিমো: আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই জাকার্তা যাবো। আশা করি, নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেই ঘরে ফিরতে পারবো।

জাগো নিউজ: ধন্যবাদ।

পুস্কার খীসা মিমো: আপানাকেও ধন্যবাদ।

আরআই/আইএইচএস/