দেশজুড়ে

চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি রশিদের বাড়িতে গুলি

চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি রশিদের বাড়িতে গুলি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় চাল ব্যবসায়ী রশিদ এগ্রো ফুড প্রডাক্টসের মালিক আব্দুর রশিদের বাড়িতে দিন-দুপুরে গুলি চালিয়েছেন দুর্বৃত্তরা। তবে এ সময় তিনি বাসায় ছিলেন না।

Advertisement

আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি।

বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে কুষ্টিয়ার শহরের কোর্টপাড়া এলাকার গোসালা গলির বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুজন হেলমেট পরা ব্যক্তি বাইক থামিয়ে কোমর থেকে অস্ত্র বের করে রশিদের বাড়িতে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

Advertisement

ঘটনাটি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মোটরসাইকেল যোগে দুজন আব্দুর রশিদের নির্মাণাধীন বাড়িতে দুই রাউন্ড গুলি করে পালিয়েছে। আমরা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি এবং মোটরসাইকেলটির নাম্বার শনাক্তের চেষ্টা করছি। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রশিদ বলেন, স্থানীয় আইলচারা হাট নিলামে আমার ভাতিজা গোল্ডেন রাইস মিলের মালিক জিহাদুজ্জামান জিকু পেয়েছে। এরপর থেকে সন্ত্রাসীরা আমাদের হুমকি দিয়ে আসছিল। আজ গুলি করেছে।

তিনি আরও বলেন, সপ্তাহখানেক আগেও মোবাইল হুমকি দিয়েছে।

কী কারণে এটা ঘটতে পারে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আইলচাড়া হাট নিয়ন্ত্রণ করি, আমার বড় ভাই চেয়ারম্যান, ভাতিজা জিহাদুজ্জামান জিকু এ হাটের জন্য টেন্ডার ড্রপ করেছে, টেন্ডারের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। টেন্ডার ড্রপ না করে অল্প টাকায় নেওয়ার জন্য কিছু ব্যক্তি পাঁয়তারা চালাচ্ছিল। ভাতিজা জিকু টেন্ডার ড্রপ করার পর থেকেই বিভিন্নভাবে জিকুকে এবং আমাকে হুমকি দিয়ে আসছিল কিছু ব্যক্তি। সপ্তাহখানেক আগেও মোবাইলে হুমকি দিয়েছে।

Advertisement

রশিদ অভিযোগ করে বলেন, কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব ও মুন্না এ হাট নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে তার ধারণা করছি।

তবে কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব রশিদের অভিযোগ অস্বীকার করেন।

আল-মামুন সাগর/এএইচ/জেআইএম