সাতক্ষীরায় মেডিকেল কলেজের পাশে সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ ট্রাক টার্মিনাল ভবন গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
Advertisement
মঙ্গলবার (৮এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলিপুর এলাকার ট্রাক টার্মিনালে এই অভিযান পরিচালিত হয়।
এসময় সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা দুইতলা একটি ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে জমি অবৈধ দখলমুক্ত করা হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন।
Advertisement
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর কর্মকর্তা, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আব্দুস সবুরের দখলে থাকা ৫ দশমিক ৪৮ একর (১৬.৬ বিঘা) জমি অবৈধ দখলমুক্ত করা হয়।
এছাড়া তার দখলে থাকা সব খাস জমি আগামী এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, অবৈধ দখল উচ্ছেদ ও সরকারি খাস জমি উদ্ধারে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Advertisement
আহসানুর রহমান রাজীব/এমএন/এএসএম