দেশে বর্তমানে জীবিত থেকেও মৃত ভোটারের তালিকায় রয়েছেন ১৬৯ জন। এক্ষেত্রে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ ধরনের ভোটাররা। জীবিত থেকেও মৃত ভোটার বেশি চট্টগ্রামে আর কম ময়মনসিংহে।
Advertisement
মঙ্গলবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশনের তৈরি করা জীবিত অথচ মৃত স্ট্যাটাসে থাকা ভোটার তথ্য সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ইসির প্রতিবেদনে দেখা গেছে, জীবিত থেকে মৃত এমন ভোটার বরিশাল অঞ্চলে রয়েছেন ৮ জন, সবচেয়ে বেশি চট্টগ্রাম অঞ্চলে ৪৫ জন, কুমিল্লায় ১৮ জন, ঢাকা অঞ্চলে রয়েছেন ১৪ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে জীবিত থেকে মৃত এমন ভোটার রয়েছেন ৩ জন। এছাড়া রাজশাহীতে ৪, রংপুর অঞ্চলে ৬ ও সিলেট অঞ্চলে এমন ভোটার রয়েছেন ৩৬ জন।
জীবিত থেকেও মৃত এমন ভোটাররা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের নানা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। অতিদ্রুত এসব ভোটারদের জীবিত স্ট্যাটাস ফিরিয়ে দিতে কাজ করছে ইসি।
Advertisement
এমওএস/এসএনআর/এএসএম