সাতক্ষীরার শ্যামনগরে চিনি দিয়ে মধু তৈরির অপরাধে এক অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
Advertisement
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ৩টায় উপজেলার সরদার বাড়ি এলাকায় মোস্তফা মল্লিকের মৌ খামারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সাতদিনের জেল দেওয়া হয়। পরবর্তীতে জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করেন ব্যবসায়ী মোস্তফা মল্লিক।
শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মধুর বাক্সে চিনি দিয়ে মধু তৈরি করা হচ্ছে। এ কারণেই আমরা মোস্তফা মল্লিকের মধুর খামার থেকে তাকে হাতেনাতে ধরে ফেলি। পরবর্তীতে যদি এ ধরনের কাজ কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এএসএম
Advertisement