দেশজুড়ে

নারায়ণগঞ্জে কোকা কোলার গোডাউনে হামলার চেষ্টা, ৪ যুবক আটক

নারায়ণগঞ্জে কোকা কোলার গোডাউনে হামলার চেষ্টা, ৪ যুবক আটক

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে কোকা কোলা কোম্পানির স্থানীয় পরিবেশকের গোডাউনে গিয়ে সব ধরনের কোমল পানীয় ধ্বংসের হুমকি ও হামলাচেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নিতাইগঞ্জের নলুয়া রোড এলাকার পরিবেশক ‘দি জামাল অ্যান্ড কোম্পানি’র গোডাউনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন হামদাদ শরীফ রাইয়ান (২৪), মো. জহির (৩০), মো. রিয়াদ (২৭) এবং মো. সুজন (১৮)। তারা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার মুসলিমনগর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে বাপ্পী চত্বর এলাকার জাহিদ ওরফে জহিরের নেতৃত্বে ৬-৭ জন যুবক বাংলাদেশ বেভারেজ লিমিটেডের কোমল পানীয় কোকা কোলার পরিবেশক ‘দি জামাল অ্যান্ড কোম্পানি’র গোডাউনে প্রবেশ করেন। জাহিদ এবং তার সঙ্গে থাকা আজমীর শেখ সজলসহ সবাই নিজেদের তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগর শাখার অনুসারী হিসেবে পরিচয় দেন। তারা গোডাউনে থাকা কোকা কোলার সব ধরনের কোমলপানীয় পণ্য ধ্বংসের জন্য সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী ও অন্যান্য কর্মচারীদের হুমকি দেন। এসময় গুদামে হামলার চেষ্টাও করেন তারা।

Advertisement

বিষয়টি পরে কোকা কোলার পরিবেশক ‘দি জামাল অ্যান্ড কোম্পানি’র পক্ষ থেকে সদর থানা পুলিশকে জানানো হয়। সদর মডেল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামদাদ শরীফ রাইয়ান, মো. জহির, মো. রিয়াদ ও মো. সুজন নামের চার যুবককে আটক করে।

চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, এ ঘটনায় কোকা কোলার ডিলারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, আটকরা একেকজন একেক প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নই। তবে তাদের সবার ব্যক্তিগত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

Advertisement