বিনোদন

জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ

জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ

বলিউড তারকা জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ সিনেমাটি গত ১৪ মার্চ মুক্তি পায়। এটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও দর্শক সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হয়েছে। মুক্তি পাওয়ার পর সিনেমাটি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান ও কাতারে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Advertisement

এরই মধ্যে সালমান খানের ‘টাইগার থ্রি’ ও অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’সিনেমাও মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে জনের সিনেমা প্রথমবার এমন সমস্যার সম্মুখীন হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবার মুখ খুলেছেন সিনেমার নায়ক ও প্রযোজক জন আব্রাহাম।

অভিনেতা জন এরই মধ্যে একাধিকবার দেশাত্মবোধক সিনেমায় অভিনয় করেছেন, যা বেশ প্রশংসা পেয়েছে। তার নতুন সিনেমা ‘দ্য ডিপ্লোম্যাট’ ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইজরায়েলের দূতাবাসে প্রদর্শিত হয়েছে। ইজরায়েলে ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিংকে স্বাগত জানতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর দুই দেশের মাঝে বন্ধুত্বের সম্পর্ক আরও দ্রঢ় করতে এই ব্যবস্থা করেছিল ইজরায়েল সরকার।

২০১৭ সালে উজমা আহমদের ভারতে প্রত্যার্পণের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। উজমাকে ভারতে ফিরিয়ে আনার দায়িত্বে ছিলেন এই জেপি সিং। সিনেমায় জেপি সিংয়ের ভূমিকাতেই অভিনয় করেছেন জন আব্রাহাম।

Advertisement

জন আব্রাহাম। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জন বলেছেন, ‘সিনেমা নিষিদ্ধ হওয়ার ঘটনায় আমি হতবাক। এ সিনেমা কোনোভাবেই পাকিস্তান বিরোধী সিনেমা নয়। আমরা আমাদের সিনেমায় পাকিস্তানের আইন ব্যবস্থার প্রশংসাই করেছি। এমনকী সিনেমায় সৎ পাকিস্তানি বিচারপতি, একজন সৎ পাকিস্তানি আইনজীবী, এক সৎ পুলিশ অফিসারের চরিত্রও রয়েছে। সিনেমায় তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এ ঘটনায় মানুষের নীচ দৃষ্টিভঙ্গি প্রমাণিত হয়। আমরা কিন্তু কারো ভাবাবেগে আঘাত করিনি সিনেমায়।’

জন আরও বলেন, ‘রীতেশ শাহের লেখা গল্পে উগ্র দেশপ্রেমের উপাদান ছিল। কিন্তু আমি আর সিনেমার পরিচালক শিবম নায়ার সেই অংশকে সচেতনভাবে সিনেমা থেকে বাদ দিয়েছি। সিনেমাটি যাতে কোনোভাবেই উগ্র দেশপ্রেমের চলচ্চিত্র না হয়, আমাদের সেই দিকে বিশেষ নজর ছিল। কোনো দেশ বা কোনো ব্যক্তির ভাবাবেগকে আমরা কোনোভাবেই আঘাত করতে চাইনি।’ তারপরেও মধ্যপ্রাচ্যে সিনেমাটি নিষিদ্ধ হওয়ায় খানিকটা হলেও হতাশ অভিনেতা।

আরও পড়ুন:

Advertisement

কঙ্গনার কাছে বলিউড মঞ্চের পুরস্কারের চেয়ে শাড়ি মূল্যবান তিন দশক পর জুটি বাঁধবেন শাহরুখ-সানি দেওল

খুব শিগগির অভিনেতা শুরু করবেন তার নতুন সিনেমার কাজ। মালয়ালাম সিনেমা ‘আয়্যাপ্পানুম কোশিয়ুম’র হিন্দি রিমেকে অভিনয় করবেন জন। এ সিনেমায় আবার অ্যাকশন হিরো অবতারে দেখা যাবে তাকে। গত চার বছর আগে এ সিনেমার স্বত্ব কিনেছিলেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি এ সিনেমা প্রযোজনাও করবেন তিনি। এছাড়া অভিনেতার আরও একটি নতুন সিনেমা চলতি বছর ‘তেহরান’ মুক্তির কথা রয়েছে।

এমএমএফ/এমএস