বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সুযোগ দিলে বিকাশের মতো আরও ১০টি ইউনিকর্ন বাংলাদেশে সম্ভব।
Advertisement
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে স্টার্ট আপ কানেক্ট সেশনের মাধ্যমে চারদিনের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সেশনে দেশি-বিদেশি তরুণ, উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন। এমপাওয়ারিং ইনোভেশন কানেক্টিং অপরচ্যুনিটি শিরোনামে সেশনটি অনুষ্ঠিত হয়। সামিটের প্রতিপাদ্য ‘এম্পাওয়ারিং ইনোভেশন কানেক্টিং অপরচুনিটি’।
আহসান এইচ মনসুর বলেন, আমি বিকাশের মতো আরও কয়েকটি ইউনিকর্ন দেখতে চাই। দেখুন, বিকাশ অভিজ্ঞতা থেকে আমরা যা দেখতে পাচ্ছি তা হলো আমরা এটা করতে পারি, আমরা করেছি। সুতরাং, আপনাদের অনেকেই একই লক্ষ্য অর্জন করতে পারেন। এটা করার উপায় কী? এটা করার উপায় হলো আইনি নিয়ন্ত্রক লাইনে জোর দিন। স্বচ্ছ হন, লক্ষ্য নিয়ে কাজ করুন, তাৎক্ষণিক ফেরতের দিকে নয়।
Advertisement
আমি সত্যিই আশা করি আমাদের স্টার্টআপ সম্প্রদায়, আমাদের তরুণ প্রজন্ম হাল ছাড়বে না। এমনকি যদি তারা একবার বা দুবার ব্যর্থ হয়, তাদের প্রচেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে। সাফল্য আসবে এবং আমি সেই দিনের অপেক্ষায় আছি যখন আমাদের অন্তত ১০টি বিকাশের মতো ইউনিকর্ন বাংলাদেশ আসবে। আমি নিশ্চিত সব ইতিবাচক জিনিস যা চারদিকে ঘটছে, ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং আমরা সেটাই আশা করছি, তিনি বলেন।
আরও পড়ুন নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠনতিনি বলেন, উদাহরণস্বরূপ, যখন আমি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ছিলাম, আমাদের বিকাশের দিকে খুব মনোযোগ দিয়ে দেখতে হয়েছিল যে কেন এই কোম্পানি এত দ্রুত বাড়ছে। কিন্তু তবুও আমাদের প্রতি বছর প্রায় ৭০-৮০ কোটি টাকা ক্ষতি হিসেবে রাখতে হয়েছিল। বোস্টন কনসালটেন্সির মাধ্যমে আমাদের পর্যালোচনা থেকে আমরা ব্যাংক থেকে অর্থায়ন করেছিলাম, বিকাশ থেকে নয়।
স্টার্টআপগুলোর লাভ একদিনেই আসে না। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে অধ্যবসায় করতে হবে। আপনাকে বিক্রি এবং অন্যান্য সুযোগ বাড়াতে হবে, মনসুর বলেন।
গভর্নর বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত কোম্পানির পাশাপাশি স্টার্টআপগুলো যা এখন ট্রিলিয়ন ডলারের কোম্পানি। তাদের ২০ বছর অপেক্ষা করতে হয়েছে, আপনাকে হয়তো দীর্ঘ অপেক্ষা করতে হবে। সেখানেই ভেঞ্চার ক্যাপিটাল আসে। আমার ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি স্টার্টআপ স্থাপন করেছিল। তারা তিনজন বন্ধু ছিল। তারা সফলভাবে পথ অতিক্রম করেছেএবং তারপর তারা বিক্রি করেছে।
Advertisement
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেন লিংকড ইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যান। প্যানেল আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, আইসিটি সচিব শীশ হায়দার চৌধুরী।
এসআরএস/এমআরএম