সাহিত্য

মুসলিম উম্মাহর প্রার্থনা

মোহাম্মদ ফরহাদুল ইসলাম

Advertisement

হে আল্লাহ! প্রত্যেক মুসলিমকে ঈমান দাও হযরত আবু বকরের মতো অটুট দৃঢ়তায়,বিশ্ব মুসলিম উম্মাহকে এক করআমাদের অন্তরে থাকুক তারই ধারায়। সালাউদ্দিনের মতো সেনাপতি বানাওমসজিদুল আকসা জয় করি আমরা,ভালোবাসার শক্তি, ঈমানের অগ্নিদ্বীপমালা দেখাতে পারি স্বর্গীয় ভূমি।

মেহমেদ ফাতিহের মতো ঈমানি শক্তি দাওফিলিস্তিনে মুসলিম মজলুম রক্ষা করি, বিচারের বাণী হয়ে উঠুক আমাদের ভাষাসত্যের পথ প্রজ্জ্বলিত করতে পারি সারা জগতে। নূরউদ্দিন জেঙ্গির মতো সহানুভূতি দাওদুর্দিনে জেগে ওঠে আমাদের পথচলা, মুসলিম উম্মাহর পাশে দাঁড়িয়েমজলুমের সহায় হতে পারি, গন্তব্য হোক মুক্তি।

ওসমান গাজীর মতো সাহসী সেনাপতি বানাওন্যায়ের পথে আগাই, ইসলামি শাসন প্রতিষ্ঠা করি, প্রতিটি ভূমি জয় করি তোমার নামেবৈষম্যহীন পৃথিবী গড়তে পারি আমরা।

Advertisement

হযরত ওসমানের মতো সম্পদ দাওইসলামের বিজয়ের পথে দান করি,হযরত ওমরের মতো শাসক বানাওযেন রাতের অন্ধকারে না খেয়ে থাকাগরিব-দুঃখীদের খবর নিতে পারি।

কবি: অনার্স দ্বিতীয় বর্ষ, চট্টগ্রাম কলেজ।

এসইউ/এএসএম

Advertisement