সাহিত্য

ইমরান মাহমুদের কবিতা: অভিমানী বৃদ্ধাশ্রম

খোকা আমার অনেক ভালোএকটু অভিমানী,এখন বুঝি রাগ করেছেতাই আসে না জানি।

Advertisement

ওতো আমায় চোখে হারায়এখন যে কী হলো,হটাৎ আমায় এমন করেদূরে ফেলে গেলো!

ছোট বেলা আমায় ছেড়েথাকতো না ও দূরে,এখন বুঝি পর হয়েছিরাখলো না তাই ঘরে!

এখন তো ওর অনেক টাকাঅনেক বাহাদুরি,এতো দামী সবার মাঝেআমি তো এক নুড়ি!

Advertisement

খোকা তুমি ভয় পেয়ো নারাগ করিনি আমি,আজও তুমি আমার কাছেসবার চেয়ে দামি।

দোয়া করি বাবা আমারঅনেক ভালো থেকো,বাচ্চাদের আর বৌমাকে খুবভালো করে দেখো।

আমি তো খুব ভালোই আছিথাকি একা পড়ে,আশায় আছি খোদার ডাকেযাবো কখন মরে!

শেষ বেলাতে দেখতে এসোসময় যদি থাকে,সুখের সাথে বিদায় নিবোতোমার মুখটি দেখে।

Advertisement

খোদা, আমার খোকার মুখেদিও অনেক খুশি,ওকে তুমি মাফ করে দাওআমিই আসল দোষী!

জেএস/এএসএম