আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আল জাজিরার।

Advertisement

এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত ওই সাংবাদিকের নাম হেলমি আল-ফাকায়ি। দখলদার বাহিনীর হামলায় আরও অন্তত সাতজন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে আহমেদ মানসুর নামের এক সাংবাদিকের আঘাত বেশ গুরুতর বলে জানানো হয়েছে।

দ্য প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার এবং দ্য কুদস নেটওয়ার্ক জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় ইউসুফ আল-খাজান্দার নামে আরও এক তরুণ নিহত হয়েছেন।

খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক ফোরাম।

Advertisement

এক বিবৃতিতে ফিলিস্তিনি সাংবাদিক ফোরাম এই বোমা হামলাকে ‘জঘন্য অপরাধ এবং আন্তর্জাতিক আইন ও নিয়মাবলী লঙ্ঘন করে সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে উল্লেখ করেছে।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের ছোড়া রকেট হামলার পর এই বিমান হামলা চালায় ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে অধিকৃত পশ্চিত তীরে ইসরায়েলি বাহিনী ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান কিশোরকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড রোববার সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর সহিংসতা বেড়ে যায়। রকেট হামলাকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে হামাস।

Advertisement

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৪৪ গাজা থেকে ইসরায়েলে কয়েক দফা রকেট হামলা ৩ দিনে ২০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল

তবে হামাসের রকেট হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়ে ‘কঠোর জবাব’ দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

টিটিএন