দেশজুড়ে

ঝড়ো বাতাসে মাঝ নদীতে আটকে ছিল ফেরি

হঠাৎ ঝড়ো বাতাসে পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচা নৌপথের যমুনা নদীতে আটকে ছিল একটি ফেরি। আধা ঘণ্টার মধ্যে বাতাসের তীব্রতা কমলে সেটি গন্তব্যে পৌঁছায়। এরপর থেকে এই রুটে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির কাজির হাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. ফখরুজ্জামান।

তিনি জানান, রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়। এসময় যমুনা নদী কিছুটা উত্তাল হওয়ায় আশঙ্কা দেখা দেয়। এতে আরিচা প্রান্ত থেকে ছেড়ে আসা চিত্রা ফেরিটি মাঝ নদীতেই নোঙর করে। আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে বাতাসের তীব্রতা কমলে ফেরিটি কাজিরহাট ঘাটে এসে পৌঁছায়। এরপর থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, রাতে চিত্রা ফেরিটি অল্প কিছু গাড়ি নিয়ে কাজিরহাট ঘাট ছাড়ে। বর্তমানে ওপারে পাঁচটি ফেরি রয়েছে।

Advertisement

আলমগীর হোসাইন নাবিল/জেডএইচ/এএসএম