বিনোদন

মিমের নববর্ষ কখন আনন্দের ছিল

মিমের নববর্ষ কখন আনন্দের ছিল

নতুন বছরের আগমনে বাঙালির মনে খুশির হাওয়া বইছে। সবার মতো বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছেন ঢালিউড তারকা বিদ্যা সিনহা সাহা মিম। অনুরাগীদের জানিয়েছেন শুভেচ্ছা। কোন সময়ের নববর্ষ বেশি আনন্দের ছিল মিমের কাছে, শৈশবে নাকি এখন? এই নববর্ষে সেকথা জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

স্মৃতিচারণায় মিম বলেন, ‘পয়লা বৈশাখ দিনটা আমার কাছে সত্যিই আনন্দের। ছোটবেলা থেকেই দিনটা আমরা উদযাপন করি। ছোটবেলার নববর্ষ উদযাপন নিয়ে নানান স্মৃতি আছে আমার। এই দিনটায় ঈদের মতো করেই আমরা নতুন জামা কিনতাম। যেখানে থাকতাম, ভোলায় এবং কুমিল্লায়, দুটো জায়গাতেই মেলা হতো। মেলায় যেতাম। নববর্ষ বলতে এমনই সুন্দর সব স্মৃতি মনে ভেসে উঠছে।’ নববর্ষ উদযাপন নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে কথাগুলো বলেছেন মিম।

এবার পয়লা বৈশাখ পরিবারের সঙ্গেই কাটাবেন মিম। এ উৎসব উদযাপনে আগের মতো আর বাইরে খুব একটা যাওয়া হয় না তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাসায় নানান রকমের খাওয়া-দাওয়া হয়। মা পান্তা ভাত রাখেন, সঙ্গে ইলিশ মাছ ভাজা, নানান রকমের ভর্তা, আরও অনেক পদ থাকে। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি, মা মাটির বাসনপত্রে সব খাবার-দাবার ও ফুল দিয়ে সুন্দর করে টেবিল সাজিয়ে রেখেছেন। এ দিন সকলে একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করি, বন্ধু-বান্ধব বাড়িতে আসে, তাদের সঙ্গে ছবি তুলি। বাসাতেই হই হই করে নববর্ষ উদযাপন করি।

বিদ্যা সিনহা মিম। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Advertisement

নববর্ষ উপলক্ষে তেমন কেনাকাটা করেন না মিম। তবে নববর্ষের আগে ঈদ ছিল বলে ঈদের পোশাক পরেন মিম। এবারও তেমনটাই করবেন।

আরও পড়ুন:মেহেদি রাঙা হাতে মিমের ঈদ শুভেচ্ছারমজানের শুভেচ্ছা জানালেন বিদ্যা সিনহা মিম

শৈশবে মিমের পয়লা বৈশাখ মানেই ছিল বৈশাখী মেলা। মফস্বলে বড় হওয়া মিম মেলায় যেত, নাগরদোলায় চড়তো। তখন সময়টা তার কাছে ছিল অন্যরকম আনন্দের। মিম বলেন, ‘মেলায় বিভিন্ন ধরনের খাবার, মিষ্টি থাকতো। সেগুলো খাওয়ার একটা অন্য রকম মজা ছিল তখন। এগুলো এখন ভীষণ মিস করি।’

বিদ্যা সিনহা মিম। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

২০২২ সালে শরিফুল রাজের বিপরীতে ‘পরাণ’ ছবিতে দেখা গেছে মিমকে। ২০২৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা জিতের বিপরীতে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মানুষ’ ছবিতে মিমের কাজ করার কথা শোনা যায়। সর্বশেষ সুমন ধর পরিচালিত ‘আমি ইয়াসমিন বলছি’ ছবিতে মিমের যুক্ত হওয়ার কথা শোনা গিয়েছিল।

Advertisement

এমএমএফ/আরএমডি/জেআইএম