মৌলভীবাজার সদরে পারিবারিক কলহের জেরে বাবাকে (৪০) হত্যার অভিযোগ উঠেছে দুই ভাইবানের বিরুদ্ধে।
Advertisement
রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামরকোনা এলাকার বাগরঘর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত মেয়ে মুন্নি আক্তারকে (২১) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগরে পাঠিয়েছে পুলিশ। ছেলে মুন্না মিয়া (২৩) পলাতক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম মুসলিম মিয়া। তার পরিবারে দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসছিল। শনিবার (৫ এপ্রিল) রাতে স্ত্রী ছাবিনা বেগম (৩২) প্রবাসে যাওয়ার বিষয় নিয়ে মুসলিম মিয়ার সঙ্গে তার ছেলেমেয়ের ঝগড়া হয়। একপর্যায়ে তারা বাবার ওপর হামলা চালালে তিনি মারাত্মকভাবে আহত হন। আহত মুসলিম মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
শ্যামরকোনা গ্রামের বাসিন্দা আব্দুল আহাদ জানান, মুসলিম মিয়ার পরিবারে সবসময় কলহ লেগে থাকতো। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। এ ঘটনার জের ধরে ছেলেমেয়ে বাবার ওপর হামলা চালান।
স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, স্ত্রী ছাবিনা বেগমের প্রবাস যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি মুসলিম মিয়া। কিন্তু মায়ের পক্ষে সন্তানদের অবস্থান থাকায় এ ঘটনা ঘটতে পারে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ওমর ফারুক নাঈম/এসআর
Advertisement