মার্কিন আগ্রাসন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের প্রতিশোধ নিতে উত্তর লোহিত সাগরে ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান এয়ারক্র্যাফট ক্যারিয়ার ও এর এসকর্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী।
Advertisement
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, কয়েক ঘণ্টা ধরে চলা এই অভিযানে নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেছেন, ইয়েমেনের ওপর মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই হামলা পরিচালনা করা হয়েছে। এর আগেও মার্কিন রণতরী লক্ষ করে হামলা চালিয়েছে হুথিরা।
ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের নেতৃত্ব, জনগণ ও সশস্ত্র বাহিনী ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব হিসেবে ফিলিস্তিনি জাতিকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
Advertisement
যতক্ষণ না পর্যন্ত গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হয় ও অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়, ততক্ষণ পর্যন্ত হামলা চলবে বলেও জানানো হয়েছে।
এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। রোববার (৬ এপ্রিল) ওয়াফা নিউজের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
গাজার ভয়াবহ দৃশ্য ও নিহতের সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে।
এমএসএম
Advertisement