দেশজুড়ে

বিদ্যালয় মাঠে রোপণ করা হলো শতাধিক কলাগাছ

মাদারীপুরের কালকিনিতে ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ নামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক কলাগাছ রোপণের অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

ঈদুল ফিতরে বন্ধ থাকার সুযোগে উপজেলার খাসেরহাট ইউনিয়নের ভাটবালী গ্রামের বিদ্যালয়টিতে গাছগুলো রোপণ করা হয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালকিনি থানায় অভিযোগ দিয়েছেন।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট ইউনিয়নের ভাটবালী গ্রামের প্রতিষ্ঠিত হয় ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ। বিদ্যালয়টি ১ একর ৮০ শতাংশ জমি নিয়ে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের চারদিকে প্রাচীর রয়েছে। রয়েছে খেলার মাঠ। ২০২২ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। বর্তমানে ওই বিদ্যালয়ে ২২৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

ঈদুল ফিতরের ছুটিতে বিদ্যালয় বন্ধ ছিল। এ সুযোগে শুক্রবার (৪ এপ্রিল) সকালে স্থানীয় মৃত আদারী আকনের ছেলে দেলোয়ার আকন লোকজন নিয়ে বিদ্যালয়ের মাঠে শতাধিক কলাগাছ রোপণ করেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাধা দিলে তাদের উল্টো হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শনিবার (৫ এপ্রিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মন্ডল বাদী হয়ে কালকিনি থানায় অভিযোগ দিয়েছেন।

Advertisement

বিদ্যালয় মাঠে এভাবে কলাগাছ রোপণ করা ঠিক হয়নি মন্তব্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মন্ডল বলেন, ‘জমি নিয়ে বিরোধ থাকায় আদালতে একটি মামলা চলমান। বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ঝামেলায় জড়াতে চায় না। তাই দ্রুত আইনিভাবে সমাধান হবে, এটাই প্রত্যাশা করি। তাছাড়া আদালত থেকে যে সিদ্ধান্ত হয়, সেটাও মেনে নেওয়া হবে।’

অভিযুক্ত দেলোয়ার আকনের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে তার চাচাতো ভাই নাঈম ইসলাম বলেন, ‘আমাদের জায়গায় আমরা কলাগাছ লাগিয়েছি। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। জোর করে কলাগাছ রোপণ করা হয়নি। বরং আমাদের জমি বিদ্যালয় কর্তৃপক্ষ দখল করে রেখেছে। আমরাও এর সমাধান চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উভয় পক্ষকেই শান্ত থাকতে বলা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস

Advertisement