খেলা শেষে সাজঘরে ফেরার পথে অনেকটা সময় প্রাইম ব্যাংক অলরাউন্ডার শামীম পাটোয়ারীর সঙ্গে কথা বললেন মেহেদি হাসান মিরাজ। হয়তো শামীম পাটোয়ারীর সাহসী ব্যাটিংয়ের (৬১ বলে ৮৯) প্রশংসা করেছেন অগ্রজপ্রতিম মিরাজ।
Advertisement
তবে খেলা শেষে প্রাইম ব্যাংক ওপেনার নাইম শেখকে ধন্যবাদ জানাতেই পারেন জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার মিরাজ। কারণ, নাইম শেখের কল্যাণেই আউট হতে হতে বেঁচে গিয়ে পঞ্চাশ পেরিয়ে ৬৭ রানে নট আউট থেকে ম্যাচ সেরা পারফরমারের পুরস্কার জিতেছেন মিরাজ।
না হয় লেগস্পিনার রিশাদ হোসেনের বলে ৩৯ রানেই ফিরে যেতে পারতেন মোহামেডানের আজকের জয়ের নায়ক; কিন্তু নাইম শেখ প্রথম স্লিপে দাঁড়িয়ে তা দুই বারের চেষ্টায়ও ধরে রাখতে পারেননি। জীবন পেয়ে সাহসী আর বেপরোয়া হয়ে ওঠেন মিরাজ। হাত খুলে খেলে দল জিতিয়ে ফেরেন সাজঘরে।
এমন এক ম্যাচ জেতানো ইনিংস খেলতে পেরে খুশি মিরাজ। তার ধারণা, চাপের মুখে এমন ম্যাচ জেতানো ইনিংস টেস্টেও কাজে দেবে।
Advertisement
রোববার খেলা শেষে মাঠে দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে আলাপে এ ইনিংসের মূল্যায়ন করতে গিয়ে মিরাজ বলে ওঠেন, ‘খুবই ভালো লেগেছে। আমাদের দ্রুত (৬৪ রানে) ৪ উইকেট পড়ে গিয়েছিল। খুব কঠিন হয়ে গিয়েছিল। একটা জুটির দরকার ছিল। এমন কঠিন পরিস্থিতির ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটে অনেক আসবে। এখান থেকে যদি আমরা শিখে যেতে পারি, সেটা অনেক কাজে আসবে। প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই এরকম ম্যাচ ইম্পর্টেন্ট।’
জিম্বাবুয়ের সাথে হোম সিরিজটি কি পরীক্ষা-নিরীক্ষা করার অনুপম ক্ষেত্র হতে পারে? মিরাজের ব্যাখ্যা, ‘আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই টাফ হয়। বড় দল ছোট দল না। পারফর্ম করলে সেটা কাউন্ট হবে। তবে এ সিরিজে ইয়াং ক্রিকেটারদের জন্য সুযোগ থাকবে।’
এআরবি/আইএইচএস/
Advertisement