দেশজুড়ে

ঘুস বাণিজ্যের অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড

অনিয়ম ও ঘুস বাণিজ্যের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খানকে ক্লোজড করা হয়েছে।

Advertisement

রোববার (৬ এপ্রিল) তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরীহ মানুষকে মামলার আসামি করার ভয় দেখিয়ে ঘুস নেওয়ার অভিযোগ ওঠে কাশিয়ানী থানার ওসির মো. শফিউদ্দিন খানের বিরুদ্ধে। এমনকি এক ইউপি সদস্যের কাছ থেকে এসি ঘুস নেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

অভিযোগ তদন্তের পর ৪৮ ঘণ্টার মধ্যে ওসি মো. শফিউদ্দিন খানকে কাশিয়ানী থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

Advertisement

এ ব্যাপারে জানতে চাইলে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেন।

তবে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরএইচ/জিকেএস

Advertisement