ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। রোববার (৬ এপ্রিল) দুপুরে ভারতের রণঘাট কোম্পানি ওই দুই বাংলাদেশিকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়।
Advertisement
এদিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিওপির পৃথক অভিযানে তিন নারীসহ ছয়জনকে আটক করেছে বিজিবি।
তারা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) ও একই গ্রামের বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির মাটিলা বিওপি ও ভারতীয় ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মাটিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জমান এবং বিএসএফের রণঘাট কোম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার।
Advertisement
এসময় দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বৈঠকে উভয় বাহিনীর কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। বাকি আটকদের নামে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহজাহান নবীন/আরএইচ/জিকেএস
Advertisement