দেশজুড়ে

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় পুকুরে গোসল করতে মো. জিসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিসান ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিল বাজার এলাকার চৌধুরী বাড়ির মো. রুবেলের ছেলে। রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতের চাচা মো. আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিসানের বাবা ব্যবসার কাজে সকালেই দোকোনে চলে যান। মা ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। বেলা আনুমানিক ১১টার দিকে জিসান ও এক বছরের বড় বোনের সঙ্গে তাদের বসতঘরের পেছনে পুকুরে গোসল করতে যায়। এসময় ঘাটলার সিঁড়ি থেকে পিছলে জিসান পুকুরের পানিতে পরে ডুবে যায়। বোনের চিৎকারে তার মাসহ স্থানীয়রা ছুটে এসে জিসানকে পুকুরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করেন। পরে আব্দুল মান্নানসহ তাদের পরিবারের কয়েকজন জিসানকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা গিয়েছেন।

জুয়েল সাহা বিকাশ/এমএন/জেআইএম

Advertisement