পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় তামান্না বেগম (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
Advertisement
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত তামান্না উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রওসন মাতব্বরের স্ত্রী।
রোগীর স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় তামান্নাকে ওই ক্লিনিকে নিয়ে যাওয়া হলে প্রসবের ১৫ দিন বাকি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ দ্রুত সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। পরে রক্ত সংগ্রহ না করেই ডা. পার্থ সমদ্দার ও ডা. মুনতাহা মারিয়াম মিতুর সিজার করলে কন্যা সন্তানের প্রসব হয়।
এসময় তামান্নার অতিরিক্ত রক্তক্ষরণ হলে তারা তাকে বরিশালে রেফার করেন। তাৎক্ষণিকভাবে রোগীর স্বজনরা তাকে নিয়ে রওনার কিছু সময় পর ক্লিনিক থেকে ফোনে আমতলী হাসপাতালে চেকআপ করে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। পরে রোগীকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
রোগীর স্বজনদের দাবি, রোগীকে মৃত দেখেই তারা ক্লিনিক থেকে দ্রুত বের করে দিয়ে পালিয়েছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ডা. পার্থ সমদ্দারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেএইচ খান লেলীন বলেন, রোগীর স্বজনরা আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তাদের অনুমতি নিয়ে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement
আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/জেআইএম