যুক্তরাজ্যের বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে তাদের গাড়ির শিপমেন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
Advertisement
এক বিবৃতিতে জেএলআর বলেছে, আমরা আমাদের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নতুন বাণিজ্যিক শর্তাবলির বিষয়টি বিবেচনা করছি। এরই অংশ হিসেবে আমরা কিছু স্বল্পমেয়াদি পদক্ষেপ নিচ্ছি, যার মধ্যে রয়েছে এপ্রিল মাসে শিপমেন্ট স্থগিত রাখা। পাশাপাশি আমরা আমাদের মাঝারি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নির্ধারণ করছি।
কারখানা সরানোর চিন্তা নিসানেরএদিকে, জাপানের গাড়ি নির্মাতা নিসানও ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে কিছু গাড়ির উৎপাদন যুক্তরাষ্ট্রে স্থানান্তরের কথা ভাবছে। এ কথা জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া। চলতি বছরের গ্রীষ্মেই এই পরিবর্তন আনা হতে পারে।
আরও পড়ুন>>
Advertisement
এর আগে, গত জানুয়ারিতে টেনেসির একটি কারখানায় উৎপাদন কার্যক্রম কমানোর পরিকল্পনার কথা জানালেও চলতি সপ্তাহে নিসান জানিয়েছে, তারা সেখানে দুটি উৎপাদন শিফট বজায় রাখবে।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে ধাক্কাডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্যনীতির প্রথম দিনেই অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ার সূচকই পাঁচ শতাংশের বেশি পতন দেখেছে, এর মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ৬ শতাংশ কমেছে। বিশ্বের অন্যান্য বাজার, বিশেষ করে যুক্তরাজ্যেও এই পতনের প্রভাব পড়েছে।
৫ এপ্রিল থেকে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন ১০ শতাংশ আমদানি শুল্ক, যার আওতায় পড়ছে যুক্তরাজ্যসহ অধিকাংশ দেশ। আর, আগামী ৯ এপ্রিল থেকে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান অংশীদার দেশগুলোর ওপর আরও বেশি শুল্ক কার্যকর হবে।
ট্রাম্প অবশ্য তার কঠোর শুল্কনীতি থেকে পিছু হটার কোনো ইঙ্গিত দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, শক্ত থাকুন। আমাদের প্রশাসন আগের মতো চাকরি এবং ব্যবসা ফিরিয়ে আনছে। এটি একটি অর্থনৈতিক বিপ্লব এবং আমরা এতে জিতবো।
Advertisement
তিনি আরও বলেন, এটি সহজ হবে না। কিন্তু শেষ ফলাফল হবে ঐতিহাসিক।
সূত্র: বিবিসিকেএএ/