কণ্ঠশিল্পী ও পরিচালক আরাফাত মহসিনকে বিয়ে করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। সোশ্যাল মিডিয়ায় এ সংবাদ রাবা নিজেই জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি তাদের বিয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন।
Advertisement
রাবা খানের প্রকাশ করা এসব ছবিতে দেখা যায়, রাবার পরনে ছিল লাল-কমলা মিশেলের শাড়ি। আর আরাফাত পরেছেন সোনালি কারুকাজের সাদা শেরওয়ানি। দুজনকেই হাস্যোজ্বল দেখা গেছে।
আরও পড়ুন:
বিয়ে করলেন শামীম হাসান সরকার কী হতে চেয়েছিলেন নায়ক আলমগীররাবা খান তার বিয়ে ছবি প্রকাশ করে ক্যাপশনে রাবা খান লিছেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা’। সেই সঙ্গে বিয়ের তারিখও তিনি উল্লেখ করেছেন। পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের অনুরাগীরা শুভেচ্ছা জানান। সবাই তাদের নতুন জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।
Advertisement
এমএমএফ/এমএস