দেশজুড়ে

অতিরিক্ত ভাড়া আদায়, ৫৮ হাজার টাকা জরিমানা

ঈদের ছুটি শেষে পাবনা থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ফিরছে মানুষ। এসময় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সাতটি বাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

শুক্রবার (৪ এপ্রিল) সকালে পাবনা শহর, বাস টার্মিনাল ও বাগছিপাড়া এলাকার বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

আভিযানিক দল জানায়, পাবনা থেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় চলাচলকারী যানবাহনগুলোর মধ্যে টিকিটে ভাড়া মূল্য না লেখায় মাছরাঙা ট্রাভেলসকে ১০ হাজার, কাউন্টারে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের মূল্য তালিকা না রাখায় সরকার ট্রাভেলসকে ২ হাজার এবং নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ টাকা বেশি ও বখশিশের নামে অতিরিক্ত টাকা নেওয়ায় কিংস ট্রাভেলসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এছাড়া গাড়িতে মূল্য তালিকা না রাখায় মহানগর এবং রিল্যাক্স পরিবহনকে ৪ হাজার, ৬৩০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়ায় পাবনার বাগছিপাড়ার দুটি বাস কাউন্টারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর বাইরে ঈদ উপলক্ষে বেশি ভাড়া নেওয়ায় পাবনা বাস টার্মিনাল এলাকা থেকে বেড়া ও কাজিরহাট ঘাটগামী দুটি অটোরিকশাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ঘরে ফেরা মানুষগুলো জীবিকার তাগিদে আবার ফিরে যাচ্ছে কর্মস্থলে। ফলে যানবাহনগুলোতে রয়েছে যাত্রীর চাপ। একে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এমন অভিযোগের সত্যতা মেলায় অভিযুক্তদের জরিমানা করা হয়।

আলমগীর হোসাইন নাবিল/জেডএইচ/জিকেএস

Advertisement