দেশজুড়ে

ফরিদপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নাসিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোস্তফা মোল্লা (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

Advertisement

রোববার (৬ এপ্রিল) রাতে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এবং প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মোস্তফা মোল্লাকে আটক করে।

মোস্তফা মোল্লা পার্শ্ববর্তী সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন গাছ-কাটার শ্রমিক। মোস্তফা মোল্লা দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে ভাঙ্গা উপজেলার বড়পাল্লা গ্রামে শ্যালকের বাড়িতে থাকতেন।

পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর অভিযোগ সূত্রে জানা গেছে, ওই কিশোরী গত প্রায় চার মাস ধরে তার বাবার দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

Advertisement

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/এমএইচআর