জাতীয়

বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা নেই

থাইল্যান্ডের ব্যাংককের বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে পুনরায় জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান। বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Advertisement

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বপূর্ণ হলেও এবারের সম্মেলনের আলোচ্য সূচিতে রোহিঙ্গা প্রসঙ্গ নেই। তাছাড়া মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের কারণে সে দেশের রাষ্ট্রপ্রধান সম্মেলনে উপস্থিত হবেন কি না তাও নিশ্চিত নয়।

ড. খলিলুর রহমান জানান, সম্মেলনে অংশগ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ব্যাংককে যাবেন। সম্মেলনের সাইড লাইনের তার সঙ্গে ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এমইউ/এমআরএম/এমএস

Advertisement