দেশজুড়ে

সাতক্ষীরায় পরিবহন কাউন্টারে সেনাবাহিনীর অভিযান

ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করতে সাতক্ষীরার বিভিন্ন পরিবহন কাউন্টারে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বুধবার (২ এপ্রিল) দুপুরে সদরের মুনজিতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

Advertisement

অভিযানে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগে সদরের মুনজিতপুর এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ কামরুল ইসলামকে তিনদিনের কারাদণ্ড ও আরএম পরিবহন কাউন্টার ইনচার্জ সৌরভকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার বিশ্বাস ও বিআরটিএর মেকানিকাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, জেএম শাখার বেঞ্চ সহকারী অহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) কেএম মাহবুব কবির বলেন, ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করতে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছে। বিভিন্ন পরিবহন কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া আমরা পবিত্র ঈদ-উল-ফিতরের দুদিন আগে থেকে যাত্রীদের সুবিধার্থে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়ন্ত্রণ কক্ষ খোলা রেখেছি। এছাড়াও যাত্রীসেবা নিশ্চিত করতে আমাদের এ মোবাইল কোর্টের অভিযান নিয়মিত চলমান থাকবে।

Advertisement

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস