গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মসজিদের জায়গায় রাস্তা নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
Advertisement
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার সড়াইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৩৫ বছর আগে সড়াইডাঙ্গা গ্রামের আবু তালেব বিশ্বাস ননীগোপালপুর সড়াইডাঙ্গা মাদরাসায় ৪ কাঠা জমি দান করেন। আজ দুপুরে স্থানীয়রা মাদরাসার জায়গায় সীমানা খুঁটি লাগাতে যান। এসময় আবু তালেবের ছেলে হাসান বিশ্বাস বাধা দেন। তিনি জায়গা দিতে অস্বীকার করে রাস্তা বানাতে চান। এ নিয়ে হাসান বিশ্বাসের সঙ্গে স্থানীয়দের কথা-কাটাকাটি হয়।
Advertisement
একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে হাসান বিশ্বাসের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। পরে হাসান বিশ্বাসের লোকজন বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত বেশ কয়েকজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ পরিদর্শক নয়ন দেবনাথ বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
Advertisement