ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। সিরাজগঞ্জ শহরে সিনেমা হল বন্ধ থাকায় ঈদের প্রথম দিন থেকেই ভাড়া মিলনায়তনে প্রদর্শন করা হচ্ছে এই সিনেমা। এতে দর্শকের উপচেপড়া ভিড় দেখা গেছে।
Advertisement
মেহেদি হাসান হৃদয় পরিচালিত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের নায়িকা রিদিকা পাল।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে গেলে দেখা যায়, ঈদের দ্বিতীয় দিনে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে মিলনায়তনে ভিড় করছেন শতাধিক দর্শনার্থী।
সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ৯টায় শো চলছে। টিকিট মূল্য ১৫০ টাকা হওয়ায় বেশ সাড়াও পাচ্ছেন তারা। প্রত্যেক শোতে ৪০০টি আসনে বসে ছবি দেখতে পারছেন দর্শনার্থীরা।
Advertisement
এদিকে এই সিনেমা প্রদর্শনকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে পোস্টার, করা হয়েছে মাইকিং। আগামী ১৫-২০ দিন পর্যন্ত এই সিনেমা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে আসা সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী বিপ্লব সরকার জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে শহরের হলগুলো বন্ধ রয়েছে। ফলে আর সিনেমা দেখা হয় না। তবে ঈদে শাকিব খানের মুক্তি পাওয়া ‘বরবাদ’ দেখে মুগ্ধ হয়েছি। সিনেমাটি হলে দেখতে পারলে আরও বেশি ভালো লাগতো। তিনি সিরাজগঞ্জ শহরে পুনরায় সিনেমা হল চালুর দাবি জানান।
আয়োজক ও চলচ্চিত্র নৃত্য পরিচালক সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমি সিরাজগঞ্জ শহরের সন্তান। বাংলা সিনেমার ঐতিহ্য ধরে রাখতে মিলনায়তন ভাড়া নিয়ে ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমা প্রদর্শনের আয়োজন করেছি। এতে সিরাজগঞ্জের সিনেমাপ্রেমী মানুষ ভিড় করছেন।
সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঈদ উপলক্ষে পৌরবাসীকে বাংলা সিনেমার সুস্থ বিনোদন উপহার দেওয়ার জন্য দৈনিক ভাড়ার ভিত্তিতে মিলনায়তনটি সিনেমা প্রদর্শনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
Advertisement
এম এ মালেক/এসআর/এএসএম