ঈদের ছুটিতে স্বজনদের নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছে দর্শনার্থীরা। গাজীপুরের বিনোদনকেন্দ্র সমূহের অন্যতম আকর্ষণ গাজীপুর সাফারি পার্ক। গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন এ পার্কে। পার্কের জীবন্ত পশুপাখির ছোটাছুটি দেখে মুগ্ধ হচ্ছেন তারা।
Advertisement
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে পার্কের বিভিন্ন ইভেন্ট উপভোগ করতে দর্শনার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঈদ আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে পার্কটি।
সরজমিনে দেখা যায়, পার্কে টিকেট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মূল গেটে প্রবেশ করছেন।পার্কে প্রবেশ করে দর্শনার্থীরা পার্কের মূল যে আকর্ষণ কোর সাফারিতে প্রবেশ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে নানা বয়সী মানুষ। কোর সাফারির আলাদা পার্কের বেষ্টনীতে উন্মুক্ত পরিবেশে রয়েছে বাঘ, ভালুক, সিংহ, জেব্রা, জিরাফসহ আফ্রিকান বিভিন্ন ধরনের প্রাণীর অবাধ বিচরণ দেখতে সেখানেও বাসে উঠার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন।
এছাড়াও পার্কের অন্যান্য দেশী-বিদেশি পাখিশালা, প্রাণী বেষ্টনীতেও ভিড় করছেন তারা। আফ্রিকান সাফারিতে রয়েছে নীলগাই, সাম্বার হরিণ, গয়াল বিভিন্ন ধরনের প্রাণী দেখে কিন্তু দর্শনার্থীরা মুগ্ধ হয়েছেন।
Advertisement
নরসিংদী থেকে নাজমুল করিম মা, স্ত্রী ও স্বজনদের নিয়ে পার্কে আসেন। তিনি জানান, ঈদের ছুটিতে পরিবারের স্বজনদের নিয়ে পার্কে বেড়াতে এসেছি। বিশেষ করে ছোট শিশুরা সাফারি পার্ক দেখার জন্য খুব উদগ্রীব ছিল।
ময়মনসিংহ থেকে চার বন্ধু ঘুরতে এসেছেন গাজীপুর সাফারি পার্কে। তারা জানালেন দুটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু গাজীপুরে সাফারি পার্ক দর্শনের জন্য আসেন। রায়হান নামে জানালেন বিশাল আয়তনের প্রাকৃতিক পরিবেশে জীবন্ত পশুপাখি দেখার মজাই আলাদা।
রফিকুল ইসলাম নামে এক দর্শনার্থী বলেন, সাফারি পার্কে উন্মুক্ত পরিবেশে দেশী-বিদেশি বিভিন্ন ধরনের প্রাণীর বিচরণ দেখতে পাওয়া যায়। নতুন বউ এবং শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন নিয়ে সাফারি পার্ক দেখতে এসেছি।
পার্কের মূল গেটে প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা, অপ্রাপ্ত বয়স্ক ১২বছরের নিচে জনপ্রতি ২০ টাকা, ছাত্র-ছাত্রী ১০ টাকা ও বিদেশি পর্যটকদের জন এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
Advertisement
এছাড়াও কোর সাফারিতে প্রবেশ ফি প্রাপ্ত বয়স্ক ১৫০ টাকা, ছাত্র-ছাত্রী ৫০ ও অপ্রাপ্ত বয়স্ক (১২ বছরের নিচে) ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, সাফারি পার্কে আসা দর্শনার্থীদের নিরাপত্তা ও আনন্দের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ পার্কের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে। এছাড়া কোর সাফারি পার্কে দর্শনার্থীদের বিনোদনের জন্য সাতটি অবজারভেশন গাড়ি চলাচল করছে। আমরা দর্শনার্থীদের বিনোদনের জন্য পুরো পার্কটি প্রস্তুত রয়েছে। তবে এবার যে এত পরিমাণ দর্শনার্থী আসবে তা আমাদের ধারণার বাইরে ছিল। ঈদের দিনও পার্কে প্রায় ১২ হাজার দর্শনার্থীর আগমন ঘটেছিল।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম